Home / উত্তরবঙ্গ / দু বছর ধরে মিলছে না পানীয় জলের পরিষেবা, পথ অবরোধ বিক্ষোভ এলাকাবাসীদের

দু বছর ধরে মিলছে না পানীয় জলের পরিষেবা, পথ অবরোধ বিক্ষোভ এলাকাবাসীদের

কোচবিহার,৫ নভেম্বরঃ গত দু বছর ধরে মিলছে না পানীয় জলের পরিষেবা।তারই প্রতিবাদে এবার পথে নামলেন কোচবিহারের ৮ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।মা ভবানী চৌরাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ,গত দুবছর ধরে পানীয় জলের পরিষেবা পাচ্ছেন না তারা।বিষয়টি পুরসভাইয় জানানোর পরও কোন লাভ হয়নি।আর কয়েকদিন পরই রয়েছে ছট পুজো।সেইসময় জলের প্রয়োজন পড়বে।তাদের দাবি শীঘ্রই এই সমস্যার সমাধান করা হোক।

প্রসঙ্গত,দু সপ্তাহ আগেও এই দাবী নিয়ে পিএন রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা।সেইসময় স্থানীয় কাউন্সিলর শীঘ্রই জলের সমস্যার সমাধানের আশ্বাস দেন।কিন্তু এরপরেও একই পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

Check Also

জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু আবাসিকের, উত্তেজনা মেডিক্যাল কলেজে

শিলিগুড়ি,১৫ নভেম্বরঃ জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু হল এক আবাসিকের।বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ওই আবাসিকের …