Breaking News
Home / উত্তরবঙ্গ / দূর্গাপূজা উপলক্ষ্যে কেরন চা বাগানের শ্রমিকদের কম্বল বিতরণ

দূর্গাপূজা উপলক্ষ্যে কেরন চা বাগানের শ্রমিকদের কম্বল বিতরণ

কেরন, ২ অক্টোবরঃ লুকসান বাজার দুর্গাপুজা কমিটির পক্ষ থেকে কেরন চা বাগানের চা শ্রমিকদের কম্বল বিতরণ করা হয়।

পুজা কমিটির সম্পাদক রমেশ দাস বলেন, নবমীর দিন প্রায় ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন এবছর বাগানে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।কেরন চা বাগান বন্ধ থাকার ফলে শ্রমিকরা আর্থিক সংকটের মধ্যে রয়েছে।

এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দিলকুমার ওঁরাও,নন্দলাল সুব্বা, স্মৃতি নেপালি বিদ্যালয়ের সঞ্চালন সমিতির সভাপতি বাসুদেব দহাল, লুকসান বাজার সমাজসেবী সুরেন্দ্র রুডটা সানু সেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Check Also

বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ইসলামপুর,১৮ সেপ্টেম্বরঃ বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে ইসলামপুর দ্বারিভিটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ইসলামপুর …