Home / খবর / উত্তরবঙ্গ / হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত ১ ব্যক্তি

হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত ১ ব্যক্তি

নাগরাকাটা, ১৭ মেঃ গতকাল রাতে হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু হল নাগরাকাটা ব্লকের সুখানী বস্তি এলাকায়। মৃত ব্যক্তির নাম বিরবল রাই (৬৫)।

জানা গিয়েছে, বুধবার রাতে বিরবল রাই বাড়ির বাইরে গিয়েছিল। সেসময় এক দাঁতাল হাতি তার ওপর হামলা চালায়। পালানোর চেষ্টা করলে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় তার।

অপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নাগরাকাটা সুখানী বিট অফিসে জানানো হলেও বনকর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

 

Check Also

কিছুক্ষণের ঝড়ে বিপর্যস্ত শিলিগুড়ি

শিলিগুড়ি, ১৬ মেঃ আজ সন্ধ্যায় হওয়া ঝড়ে শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন কিছু এলাকায় গাছ পড়ে …