Home / খবর / উত্তরবঙ্গ / সৌম্য’র স্মৃতিতে শিলিগুড়িতে দুঃস্থদের সাহায্য করল বন্ধু-‌বান্ধবীরা

সৌম্য’র স্মৃতিতে শিলিগুড়িতে দুঃস্থদের সাহায্য করল বন্ধু-‌বান্ধবীরা

শিলিগুড়ি, ৪ ডিসেম্বর:‌ মৃত বন্ধুর স্মৃতিতে দুঃস্থদের মধ্যে খাবার ও কম্বল বিতরণ করল যুবক যুবতীরা।

কিছুদিন আগে মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করে সৌম্য চাকি। তাঁর স্মৃতিতে সোমবার রাতে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় গিয়ে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি কম্বল তুলে দেওয়া হয়।

সৌম্য এর বন্ধু বান্ধবীদের বক্তব্য, যেকোনও সমস্যা দেখলেই কিংবা কোথাও কোনও মানুষ সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিতো সে। তাঁর এমন মৃত্যুতে সকলেই শোকাহত। যে কারণে তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই ভাবনা।

Check Also

আসলেন না গুরুং, ফিরে গেলেন মোর্চা কর্মীরা

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ আসলেন না বিমল গুরুং।ফিরে গেলেন মোর্চা কর্মী ও সমর্থকেরা। মোর্চার তরফে দাবী করা …