Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / বিপুল পরিমান দেশী মদ সহ গ্রেফতার ৩

বিপুল পরিমান দেশী মদ সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২ এপ্রিলঃ ফুলবাড়ি এলাকায় বিপুল পরিমান দেশী মদ সহ ৩ জনকে গ্রেফতার করেছে এনজেপি পুলিশ। ধৃতরা হল গুড্ডু চৌধুরি, বিকাশ কুমার এবং ললন কুমার। তিনজনই বিহার জেলার আররিয়ার বাসিন্দা।

জানা গিয়েছে সোমবার গভীর রাতে দুধের ক্যান্টরে তল্লাশী চালিয়ে ১৫০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। এই মদগুলি বিহারে পাচার করা হচ্ছিল।

ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Check Also

‘পাহাড়ে এবার একতরফা ভোট হবে না’-দাবী মেয়র অশোক ভট্টাচার্যের

শিলিগুড়ি,২ এপ্রিলঃ ‘পাহাড়ে এবার একতরফা ভোট হওয়া সম্ভব নয়’।এমনটাই বললেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক …