Home / খবর / উত্তরবঙ্গ / ফুলবাড়ি ক্যানেলে স্নান করতে গিয়ে মৃত ২

ফুলবাড়ি ক্যানেলে স্নান করতে গিয়ে মৃত ২

শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ ফুলবাড়ি ক্যানেলে স্নান করতে গিয়ে মৃত্যু হল ২ জনের। মৃতের নাম সুকমল নন্দী (২২) এবং পতত্রী চাকী (১৩)। বাড়ি মহানন্দাপাড়া এলাকায়। 

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে ৪ জন নদীতে স্নান করতে যায়। সেসময় নদীর স্রোতে ৪ জন ভেসে যায়। স্থানীয় বাসিন্দারা ২ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সুকমল নন্দী এবং পতত্রী চাকীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নদীতে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজির পর সুকমল নন্দী এবং পতত্রী চাকীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষনা করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

Check Also

হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার নিখোঁজ মহিলার দেহ, চাঞ্চল্য

মাথাভাঙা,১৫ এপ্রিলঃ মাথাভাঙা –২ নম্বর ব্লকের ভেরভেরি মানাবাড়ি গ্রামের দোলং নদীর কাছ থেকে উদ্ধার হল …