আজ কলম্বিয়ার কিংবদন্তি লেখক তথা স্প্যানিশ ভাষার শ্রেষ্ঠ কথাসাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর ৯১ তম জন্মজয়ন্তী।আজ তাঁর এই জন্মজয়ন্তী উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি গুগলও শ্রদ্ধা জানিয়েছে তাকে।
বিশ্বসাহিত্যের জীবন্ত কিংবদন্তি বলে খ্যাত গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্ম ১৯২৭ সালের ৬ মার্চ কলম্বিয়ার উপকূলীয় গ্রাম আরাশতাকায়।১৯৬৭ সালে প্রকাশিত যুগান্তকারী উপন্যাস ‘সিয়েন অ্যানোস দ্য সোলেদাদ ’ বা নিঃসঙ্গতার একশ' বছর উপন্যাসের জন্য ১৯৮২ সালে নোবেল পুরস্কার পান তিনি।আঠারো মাস প্রতিদিন একটানা আট থেকে দশ ঘণ্টা লিখে এই উপন্যাসটি সমাপ্ত করেছিলেন তিনি।এছাড়াও ইন ইভিল আওয়ার(১৯৬২), দ্য অটাম অব দ্য প্যাট্রিয়ার্ক (১৯৭৫), ক্রনিকল অব এ্যা ডেথ ফোরটোল্ড (১৯৮১), লাভ ইন দ্য টাইম অব কলেরা (১৯৮৫), দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ (১৯৮৯), অব লাভ অ্যান্ড আদার ডেমনস (১৯৯৪), মেমোরিজ অব মাই মেলানকুলি হোরস (২০০৪)তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাস।
আধুনিক উপন্যাসকে সমগ্র বিশ্বে অত্যন্ত জনপ্রিয় করে তোলার পেছনে যে কয়জন হাতেগোনা লেখক বিশেষ ভূমিকা রাখেন তাদের মধ্যে একজন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।গোটা লাতিন আমেরিকায় তিনি গাবো নামেই পরিচিত।এই বিশ্ব বিখ্যাত কলম্বীয়, স্প্যানিয় ভাষী ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষার্দ্ধের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভুত হয়েছিলেন।জীবনের শেষ দুই যুগ তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বেঁচেছিলেন।২০১৪’র ১৭ এপ্রিল মেক্সিক্যান সিটির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।