Home / উত্তরবঙ্গ / হেল্পিং হ্যান্ড গ্রুপের তরফে বস্ত্র বিতরণ

হেল্পিং হ্যান্ড গ্রুপের তরফে বস্ত্র বিতরণ

জলপাইগুড়ি,৫ নভেম্বরঃ হেল্পিং হ্যান্ড গ্রুপের তরফে সোমবার জলপাইগুড়ির মালহাটি চা বাগানের শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল।

প্রসঙ্গত,বহুদিন ধরে বন্ধ রয়েছে জলপাইগুড়ির এই মালহাটি চা বাগান।যে কারণে অসহায় অবস্থা বাগানের শ্রমিকদের।আজ হেল্পিং হ্যান্ড গ্রুপের সদস্যরা চা বাগানে যান এবং শ্রমিক পরিবারের সদস্যদের হাতে বস্ত্র তুলে দেন।

এদিকে জামা-কাপড় পেয়ে খুশি বাগানের শ্রমিকেরা।

Check Also

জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু আবাসিকের, উত্তেজনা মেডিক্যাল কলেজে

শিলিগুড়ি,১৫ নভেম্বরঃ জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু হল এক আবাসিকের।বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ওই আবাসিকের …