শিলিগুড়ি: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত সমরনগর এলাকার ঘটনা। ওই গৃহবধূর নাম প্রতিমা সাহা। ইতিমধ্যে গৃহবধূর স্বামী প্রধাননগর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। জানা গেছে, দু’দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ প্রতিমা দেবী। আত্মীয়, বন্ধু-বান্ধবের বাড়িতেও খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
