Home / উত্তরবঙ্গ / মাটিগাড়ায় ICDS এর উদ্যোগে শিশুদিবস পালন

মাটিগাড়ায় ICDS এর উদ্যোগে শিশুদিবস পালন

শিলিগুড়ি,১৪ নভেম্বরঃ শিলিগুড়ির মাটিগাড়া গ্রামপঞ্চায়েতেও পালিত হল শিশু দিবস।আজ মাটিগাড়া ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চা বাগানে আইসিডিএস কর্মীদের তরফে শিশু দিবস পালন করা হয়।আজ চা বাগানের দুঃস্থ শিশুদের নতুন বস্ত্র দেওয়ার পাশাপাশি তাদের চকলেট দেওয়া হয়।পাশাপাশি অন্যান্য খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয় ওইসব দুঃস্থ শিশুদের হাতে।

এছাড়াও আজ শিশু দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল চা বাগানে।অনুষ্ঠান শেষে আইসিডিএস কর্মীরা শিশুদের ও তাদের অভিভাবকদের হাতে জামা কাপড় তুলে দেন।   

Check Also

শিলিগুড়িতে গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা শ্বশুরবাড়ির সদস্যদের

শিলিগুড়ি,১৯ জুলাইঃ বিয়ের পর থেকেই টাকা চেয়ে অত্যাচারের অভিযোগ এবং বালিশ চাপা দিয়ে খুন করার …