Home / খবর / উত্তরবঙ্গ / ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার

ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার

ইসলামপুর, ১৭ মেঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়ার কুট্টিবস্তী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম কাশিরুন্নেসা। বাড়ি গোয়ালপোখরের সাহাপুর এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ কাশিরুন্নেসা পাঞ্জিপাড়ায় বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেসময় বাইক থেকে আচকমা তিনি পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘাতক ট্রাকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Check Also

ইসলামপুর বিধানসভার উপনির্বাচনের জন্য দলের প্রচার

ইসলামপুর, ১৬ মেঃ রোড শো এর মাধ্যমে বিজেপি প্রার্থী সৌম্যরুপ মন্ডলের সমর্থনে প্রচার করলেন বিজেপির …