Breaking News
Home / উত্তরবঙ্গ / জলে ডুবে মৃত্যু শিশুর  

জলে ডুবে মৃত্যু শিশুর  

করণদীঘি,১১ জানুয়ারিঃ জলে ডুবে মৃত্যু হল বছর দুয়েকের এক শিশুর।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে করণদীঘির বিকোর গ্রামে।জানা গিয়েছে,মৃত শিশুর নাম রিজু সরকার(২)।

জানা গিয়েছে,মায়ের সাথে বাড়িতে ছিল রিজু।খেলতে খেলতে সবার চোখের আড়ালে চলে যায় সে।এরপরই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রিজু।বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে করণদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।    

Check Also

বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ইসলামপুর,১৮ সেপ্টেম্বরঃ বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে ইসলামপুর দ্বারিভিটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ইসলামপুর …