কোচবিহার, ৫ আগস্টঃ জমি ফেরতের দাবিতে সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির বাইরে ধর্নায় বসলেন কোচবিহার উত্তর বিধানসভা মহীষবাথান জমি রক্ষা কমিটির সদস্যরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, মহিষবাথান এলাকায় কৃষকদের আনুমানিক ৭০ বিঘা জমি দখল করে বাড়ি বানাচ্ছেন তৃণমূল নেতা।
জমি রক্ষা কমিটির পক্ষ থেকে দীপঙ্কর দেব জানান, ২০১৮ সাল থেকে এই সমস্যার বিষয়ে পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোনও সমস্যার সমাধান হয়নি।
অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, বিজেপির কিছু কর্মীরা জমি দখলের বিষয়ে যুক্ত রয়েছেন।