Breaking News
Home / উত্তরবঙ্গ / জমি হাতিয়ে নিতে দুই সৎভাইকে খুন করল দাদা!

জমি হাতিয়ে নিতে দুই সৎভাইকে খুন করল দাদা!

মালদা,১৪ জানুয়ারিঃ দুই সৎভাইকে খুন করার অভিযোগ উঠল প্রথম পক্ষের দাদার বিরুদ্ধে।মালদা জেলার গাজোল থানার আলাল অঞ্চলের কদমতুলী গ্রামের ঘটনা।মৃত দুই ভাইয়ের নাম আনারুল হক ও মনিরুল ইসলাম।অন্যদিকে অভিযুক্ত দাদার নাম আজিজুল হক।

জানা গিয়েছে, আজিজুলেরা প্রথম পক্ষের চার ভাই ও এক বোন।দ্বিতীয় পক্ষের চার ভাই ও তিন বোন রয়েছে।পারিবারিক বন্টননামা অনুযায়ী ভাইয়েরা পাঁচ বিঘা করে জমি ভাগে পায়।প্রথমপক্ষের ভাইবোনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা হলেও দ্বিতীয় পক্ষের ভাইয়েরা ছোট থাকায় তাদের ভাগের জমিজমা আজিজুর দেখভাল করছিল।কিন্তু অভিযোগ, এখন সৎ ভাইয়েরা বড় হয়ে সংসার করলেও তাদের ভাগের জমি দিতে গড়িমসি করছিল আজিজুর।

এরপর রবিবার সকাল আটটা নাগাদ আনারুল হক ও মনিরুল ইসলাম চৌরঙ্গী মোড় থেকে চা খেয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন।অভিযোগ,ফেরার সময় তাদের ওপরে হামলা চালায় আজিজুল ও তার পাঁচ ছেলে।তাদেরকে লাঠিসোটা,হাঁসুয়া ও শাবল দিয়ে এলোপাথাড়িভাবে মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলেই মৃত্যু হয় আনারুল হকের।অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় মনিরুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সে মারা যায়।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা।মৃতদেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Check Also

আইএনটিটিইউসি এর তরফে এনজেপি স্টেশনে শিবিরের আয়োজন

শিলিগুড়ি,১৮ জানুয়ারিঃ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর তরফে শুক্রবার এনজেপি স্টেশনে একটি শিবিরের আয়োজন …