Home / খবর / উত্তরবঙ্গ / বিদ্যাসাগরের মুর্তি ভাঙার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল

বিদ্যাসাগরের মুর্তি ভাঙার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল

শিলিগুড়ি, ১৭ মেঃ কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুর্তি ভাঙা ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ১ নং টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শিলিগুড়ি জংশন থেকে শুরু করে এয়ারভিউ মোড় হয়ে পুনরায় জংশনে গিয়ে শেষ হয়।

মিছিলটির নেতৃত্বে ছিলেন ১ নং টাউন ব্লক সভাপতি সঞ্জয় পাঠক। মিছিলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা হাতে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।

মিছিলে ৫ নং টাউন ব্লক যুব সভাপতি সন্তোষ সাহা, শিলিগুড়ি নগর নিগমের ৪৬ নং ওয়ার্ড সভাপতি মহম্মদ জহুর, সহ সভাপতি নিখিল ঘোষ, সঞ্জয় গুপ্তা, মহিলা সভাপতি মল্লিকা দেবনাথ, যুব সভাপতি বিজয় চৌহান এবং লিটন সাহা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Check Also

ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার

ইসলামপুর, ১৭ মেঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়ার কুট্টিবস্তী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু …