Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / চাকুলিয়ায় জমেনি বামেদের ভোটের প্রচার, জল্পনা ভিক্টরের অবস্থান নিয়ে

চাকুলিয়ায় জমেনি বামেদের ভোটের প্রচার, জল্পনা ভিক্টরের অবস্থান নিয়ে

ইসলামপুর,২ এপ্রিলঃ ফরওয়ার্ড ব্লকের দুর্গ চাকুলিয়ায় এখনও বামেদের প্রচার জমে ওঠেনি।সেখানকার বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর নিজেই কার্যত ভোট প্রচার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন।তাঁকে প্রচারের কাজে এলাকায় সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না।এদিকে রাজনৈতিক মহলে চাউর হয়েছে ভিক্টরের সঙ্গে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি সম্প্রতি দেখা করেছেন।এই পরিপ্রেক্ষিতে এবারের ভোটে ভিক্টরের অবস্থান নিয়ে এলাকায় জল্পনা ছড়িয়েছে।

এদিকে ভিক্টর সাহেব বলেন, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এখন বাড়িতে আছি।দল চাকুলিয়াতে যেসব কর্মসূচি করছে আমি সেখানে উপস্থিত থাকছি।বামপ্রার্থী মহম্মদ সেলিমের পক্ষে প্রচারে যাব।

প্রসঙ্গত, ফরওয়ার্ড ব্লক দলের লড়াকু নেতা বলে পরিচিত ভিক্টর চাকুলিয়া থেকে তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।গোটা রাজ্যে পরিবর্তনের হাওয়াতেও চাকুলিয়াতে ফব দুর্গ ভাঙা যায়নি।

Check Also

‘পাহাড়ে এবার একতরফা ভোট হবে না’-দাবী মেয়র অশোক ভট্টাচার্যের

শিলিগুড়ি,২ এপ্রিলঃ ‘পাহাড়ে এবার একতরফা ভোট হওয়া সম্ভব নয়’।এমনটাই বললেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক …