Home / উত্তরবঙ্গ / দার্জিলিঙে নেপালি আদি কবি ভানুভক্তের জন্মজয়ন্তী পালন

দার্জিলিঙে নেপালি আদি কবি ভানুভক্তের জন্মজয়ন্তী পালন

শিলিগুড়ি,১৩ জুলাইঃ শুক্রবার দার্জিলিঙের চৌরাস্তায় তথ্য ও সাংস্কৃতিক দপ্তর ও জেলা প্রশাসনের তরফে নেপালি আদি কবি ভানুভক্তের ২০৪ তম জন্মজয়ন্তী পালন করা হল।এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।আদি কবি ভানুভক্তের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে দার্জিলিং জেলাশাসক জয়শী দাসগুপ্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Check Also

শিলিগুড়িতে ট্রাক চালকদের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার ৩

শিলিগুড়ি,১৯ জুলাইঃ শিলিগুড়ির নয়াবাজারে ট্রাক চালকদের ওপরে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।গতকাল রাতে টিকিয়াপাড়া …