দার্জিলিং,১৭ জানুয়ারিঃ দার্জিলিং ম্যালের কাছে দেখা মিলল চিতাবাঘের।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যপক আতঙ্ক ছড়িয়েছে দার্জিলিঙে।সন্ধ্যার পর থেকেই ওই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে,স্থানীয় সেন্ট পলস স্কুলের শিক্ষক মার্সিয়ান জোশি গত সোমবার সন্ধ্যায় গাড়িতে করে আসার সময় হ্যাপি ভ্যালি চা বাগান ও দার্জিলিং কলেজের মাঝামাঝি জায়গায় একটি কালভার্টের ওপরে চিতাবাঘটিকে ঘাপটি মেরে বসে থাকতে দেখেন।সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে চিতাবাঘটিকে লেন্সবন্দি করেন তিনি।আপাতত চিতাবাঘের ওই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে।যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি টাইমস।