Home / খবর / উত্তরবঙ্গ / ২ পর্বতরোহীর মৃত্যুর পর এবার কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ ১ অভিযাত্রী

২ পর্বতরোহীর মৃত্যুর পর এবার কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ ১ অভিযাত্রী

শিলিগুড়ি,১৭ মেঃ কাঞ্চনজঙ্ঘায় কলকাতার দুই পর্বতরোহীর মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এক অভিযাত্রীর নিখোঁজের খবর।জানা গিয়েছে,নিখোঁজ পর্বতরোহীর নাম দীপঙ্কর ঘোষ।তিনি হাওড়ার বাসিন্দা।মাকালু শৃঙ্গ থেকে ফেরার পথে নিখোঁজ হন দীপঙ্কর।

প্রসঙ্গত,২০১১ সালে এভারেস্টে চড়েন দীপঙ্কর।এরপর কাঞ্চনজঙ্ঘা ধবলগিরি সহ অন্যান্য শৃঙ্গ জয়ের মুকুটও তার আছে।

Check Also

ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার

ইসলামপুর, ১৭ মেঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়ার কুট্টিবস্তী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু …