অসামাজিক কাজকর্ম রুখতে মহানন্দা অভয়ারণ্যে বাড়ানো হল নজরদারি

শিলিগুড়ি,২৫ মেঃ লকডাউনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম৷সেই অসামাজিক কাজ রুখতেই নড়েচড়ে বসেছে সুকনা বনদপ্তর৷


বনদপ্তর সূত্রে খবর, প্রতিবছর মহানন্দা অভয়ারণ্য ফরেস্টে দুই থেকে তিনটি করে গাছ কাটা এবং স্মাগলিং এর মত অসামাজিক কাজের খবর সামনে আসে৷কিন্তু এবছর এখন অব্দি তেমন কোনো কাজ সামনে আসেনি৷কিন্তু পরবর্তীতে এমন অসামাজিক কাজ যাতে না হয় সেই কারণেই অগ্রিম পদক্ষেপ নেওয়া হয়েছে৷অভয়ারণ্যের নিরাপত্তা জন্য বাড়ানো হয়েছে পেট্রোলিং৷২৪ ঘন্টা ধরে চলছে পেট্রোলিং৷

এই বিষয়ে দার্জিলিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন জয়ন্ত মন্ডল জানান, এই পরিস্থিতিতে তাদের কাছে খবর রয়েছে যারা অসামাজিক কাজের সাথে জড়িয়ে রয়েছে, তারা একটু বেশি সক্রিয় হয়ে উঠেছে৷সেই কারণেই ফরেস্টের ভেতরের পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং ২৪ ঘন্টা নজরদারি চলছে ফরেস্টগুলিতে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *