Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / মাজিদ আনসারির খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্তদের ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

মাজিদ আনসারির খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্তদের ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

কোচবিহার,১৮ সেপ্টেম্বরঃ কোচবিহার কলেজের ছাত্র মাজিদ আনসারির খুনের ঘটনায় গ্রেফতার বাকি তিনজনকে আজ আদালতে তোলা হলে বিচারক তাদের ৪দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত,গত ১৩ জুলাই কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয় মাজিদ আনসারি।এরপর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার।এরপর সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে ঘটনার পর দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবীতে প্রতিবাদে নামে কলেজ পড়ুয়ারা।ঘটনার তদন্তে নেমে প্রথমে মহম্মদ কলিম সহ আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুনে থেকে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

আজ তাদের আদালতে তোলা হয়।এদিকে ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় তাদের কড়া শাস্তির দাবীতে আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কলেজ পড়ুয়ারা।  

Check Also

বাচ্চা বদলের অভিযোগ নার্সের বিরুদ্ধে

মালদা,১৪ ফেব্রুয়ারিঃ বাচ্চা বদলের অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ  হাসপাতালের নার্সের বিরুদ্ধে।যদিও পরে নিজেদের বাচ্চা …