Home / খবর / উত্তরবঙ্গ / ‘নরেন্দ্র মোদীর সরকার দেশে সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থ’- অশোক ভট্টাচার্য

‘নরেন্দ্র মোদীর সরকার দেশে সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থ’- অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ ‘নরেন্দ্র মোদীর সরকার সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থ’- বললেন সিপিআইএম নেতা তথা শিলিগুড়ির মেয়র এবং বিধায়ক অশোক ভট্টাচার্য৷শুক্রবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন থেকে পুলওয়ামায় ৪২ জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার ঘটনায় ধিক্কার জানিয়ে দার্জিলিং জেলা সিপিআইএম এর পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়।সেখান থেকেই এই মন্তব্য করেন অশোক বাবু।

এদিনের এই মিছিল থেকে তিনি আরও বলেন, দেশে বৃদ্ধি হচ্ছে সন্ত্রাস।তিনি সরকারের কাছে এই মিছিল থেকে দাবী করেন এই হামলার উপযুক্ত ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার।

Check Also

কালিম্পঙে জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ কালিম্পঙের জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে,কালিম্পঙের …