Home / উত্তরবঙ্গ / একসপ্তাহ ব্যাপী নাট্য কর্মশালার আয়োজন

একসপ্তাহ ব্যাপী নাট্য কর্মশালার আয়োজন

আলিপুরদুয়ার, ৮ সেপ্টেম্বরঃ চা বাগান সহ রাজাভাতখাওয়া জঙ্গল সংলগ্ন ছেলেমেয়ে নিয়ে একসপ্তাহ ব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে।

এই প্রথম বাগান এবং বনবস্তির ছেলেমেয়েদের নিয়ে এই ধরণের কর্মশালার আয়োজন করেছে দ্যা আর্ট অফ লিভিং এবং যুগান্তর পরিবার।সহযোগে রয়েছে আলিপুরদুয়ারের সঙ্ঘশ্রী নাট্য গোষ্ঠী।৮ই সেপ্টেম্বর থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নাট্য কর্মশালা।

শুক্রবার এই কর্মশালার উদ্বোধন করেন গবেষক এবং লেখক শ্রী প্রমোদ নাথ।একসপ্তাহ ব্যাপী এই কর্মশালার মূল বিষয় হল প্রকৃতি এবং মূল উদ্দশ্য হল চা বাগান সহ জঙ্গল লাগোয়া ছেলে মেয়েদের প্রতিভাকে তুলে ধরা।

এই কর্মশালায় প্রধান শিক্ষক হিসেবে রয়েছে ড্রামা স্কুলের দক্ষ শিক্ষক কল্যাণ দাস সহযোগে উত্তরবঙ্গের বিখ্যাত থিয়েটার আর্টিস্ট পরিতোষ সাহা।এই উদ্যোগে খুশি রাজাভাতখাওয়ার তরুণ তরুণীরা।

Check Also

শিলিগুড়িতে ট্রাক চালকদের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার ৩

শিলিগুড়ি,১৯ জুলাইঃ শিলিগুড়ির নয়াবাজারে ট্রাক চালকদের ওপরে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।গতকাল রাতে টিকিয়াপাড়া …