Home / খবর / উত্তরবঙ্গ / পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় নকশালবাড়িতে মিছিল করল বিরসামুন্ডা কলেজ

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় নকশালবাড়িতে মিছিল করল বিরসামুন্ডা কলেজ

নকশালবাড়ি,১৬ ফেব্রুয়ারিঃ পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে শনিবার একটি মিছিল বের করল নকশালবাড়ির বিরসামুন্ডা কলেজ।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অমর সিনহা, পৃথ্বিশ রায়, বুলন ঘোষ, শিক্ষক-শিক্ষিকা সহ কলেজ পড়ুয়ারা।
মিছিলের পর শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে শ্রন্ধাঞ্জলি দেওয়া হয় এবং নীরবতা পালন করা হয়।

Check Also

আসলেন না গুরুং, ফিরে গেলেন মোর্চা কর্মীরা

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ আসলেন না বিমল গুরুং।ফিরে গেলেন মোর্চা কর্মী ও সমর্থকেরা। মোর্চার তরফে দাবী করা …