Home / খবর / উত্তরবঙ্গ / নিষিদ্ধ নেশার ট্যাবলেট ও অবৈধ কাফ সিরাপ সহ গ্রেফতার ২

নিষিদ্ধ নেশার ট্যাবলেট ও অবৈধ কাফ সিরাপ সহ গ্রেফতার ২

কোচবিহার,১৪ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশার ট্যাবলেট ও অবৈধ কাফ সিরাপ সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের নাম সুশান্ত দাস(৩৪) ও টুকাই পাসওয়ান।দুজনই কোচবিহারের বাসিন্দা।

অমরতলা মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অবৈধ কাফ সিরাপ এবং নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Check Also

ছোট গাড়ি ও ভ্যানের সংঘর্ষে মৃত্যু ব্যক্তির, জখম ১

ধূপগুড়ি,১৪ ফেব্রুয়ারিঃ ধূপগুড়ির গাদং ২ গ্রাম পঞ্চায়েতের ওভারব্রিজ এলাকায় ছোট গাড়ি ও ভ্যানের সংঘর্ষে মৃত্যু …