Breaking News
Home / আলিপুরদুয়ার / নিল তিমি গেম নিয়ে সচেতনতা শিবির

নিল তিমি গেম নিয়ে সচেতনতা শিবির

আলিপুরদুয়ার, ৭ সেপ্টেম্বরঃ অনলাইন গেম  নিল তিমির  চর্চা পড়ুয়াদের মধ্যে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।অনলাইনে এই বহুল চর্চিত গেমটি আসলে কি এবং কিভাবে এর লিঙ্ক অনলাইনে মিলবে তার প্রতি আসক্তি বাড়ছে পড়ুয়াদের মধ্যে।

তাই এই মারন খেলায় হ্রাস টানতেই পুজোর মুখে শহরের স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন।নিউটাউনের এই ইংরাজি মাধ্যমের  বেসরকারি স্কুলে বৃহস্পতিবার আয়োজিত হলো নিল তিমি গেমটি নিয়ে এক সচেতনতা শিবির।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেমিনার করে পড়ুয়াদের এই মারন গেম বিষয়ে সচেতনতা শিবির করায় খুশি স্কুল পড়ুয়া থেকে শিক্ষকরা।পড়ুয়াদের এই মারন খেলা থেকে দূরে থাকতে অনুরোধ করা হয়েছে।সেমিনারে উপস্থিত ছিলেন ডিএসপি বর্ডার বৈদ্যনাথ সাহা, আই সি প্রদীপ সরকার এবং স্কুল ডিরেক্টর দীপায়ন ঘোষ প্রমুখেরা।

Check Also

হাইকোর্টের রায়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ির বাসিন্দা বীণা সরকার

শিলিগুড়ি,১৪ আগস্টঃ হাইকোর্টের রায়ে বাড়িতে ফিরলেন বীণা সরকার।শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা বীণা সরকার।স্বামী মারা যাওয়ার পর …