Breaking News
Home / আলিপুরদুয়ার / নিষিদ্ধ নেশার ওষুধ সহ গ্রেফতার ২

নিষিদ্ধ নেশার ওষুধ সহ গ্রেফতার ২

জয়গাঁ,১৪ জুনঃ শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ৩১ সি জাতীয় সড়ক থেকে নিষিদ্ধ নেশার ওষুধ সহ দুজনকে গ্রেফতার করল জয়গাঁ থানার পুলিশ এবং এসএসবি’র ৫৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা।

ধৃতদের নাম বিকাশ ঘোষ(৩৬) ও সুকান্ত রায়(২১)।দুজনই বীরপাড়ার বাসিন্দা।তাদের কাছ থেকে ৩৬০ বোতল কাফসিরাপ,৪৭৩ পাতা নিষিদ্ধ নেশার ওষুধ উদ্ধার করা হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ৫৭ হাজার ৫০০ টাকা।

Check Also

এনআরএস এর জের, ইস্তফা দিতে পারেন কোচবিহার মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা

কোচবিহার, ১৪ জুনঃ পরিস্থিতি নিয়ন্ত্রনে না এলে ইস্তফা দেবেন বলে জানালেন কোচবিহারের চিকিৎসকেরা। শুক্রবার কোচবিহার …