শিলিগুড়ি,১৮ জানুয়ারিঃ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর তরফে শুক্রবার এনজেপি স্টেশনে একটি শিবিরের আয়োজন করা হল।উক্ত শিবিরের মাধ্যমে ১৯ জানুয়ারি কলকাতায় আয়োজিত ব্রিগেড সমাবেশে যোগ দিতে যারা যাচ্ছেন তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন,প্রচুর তৃণমূল কর্মী শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছেন ব্রিগেড সমাবেশে যোগ দিতে।তাদেরকে আরও উৎসাহিত করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।এই শিবিরে ওইসব কর্মীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।