Home / খবর / উত্তরবঙ্গ / এনজেপি থানায় বিক্ষোভ বিজেপির

এনজেপি থানায় বিক্ষোভ বিজেপির

শিলিগুড়ি,১৫ এপ্রিলঃ শিলিগুড়ির এনজেপি থানায় বিক্ষোভ বিজেপি’র।আজ সকাল থেকেই এনজেপি থানায় বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্বরা।

বিজেপি নেতৃত্বের অভিযোগ,এনজেপি সংলগ্ন এলাকায় ভোটের প্রচারে তাদের বাঁধা দেওয়া হচ্ছে।তাদের দলীয় পতাকা,ফেস্টুন খুলে দেওয়া হচ্ছে।সে কারনেই তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আজ সকাল থেকেই এনজেপি থানায় বিক্ষোভে বসেছেন।সেখানে উপস্থিত ছিলেন বিজেপি’র উত্তরবঙ্গের কনভেনর রথীন্দ্র বসু।

Check Also

চোপড়ায় সমন পাঠকের সমর্থনে জনসভা করলেন বিমান বসু

ইসলামপুর,১৩ এপ্রিলঃ চোপড়া ব্লকের দাসপাড়া ফুটবল ময়দানে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সমন পাঠকের সমর্থনে …