Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / এনআরএস এর জের, ইস্তফা দিতে পারেন কোচবিহার মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা

এনআরএস এর জের, ইস্তফা দিতে পারেন কোচবিহার মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা

কোচবিহার, ১৪ জুনঃ পরিস্থিতি নিয়ন্ত্রনে না এলে ইস্তফা দেবেন বলে জানালেন কোচবিহারের চিকিৎসকেরা। শুক্রবার কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এনআরএস এর ঘটনার প্রতিবাদে ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ৩০ মিনিট কর্মিবিরতি রাখেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, এনআরএস এর ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসকেরা আন্দোলন শুরু করেছেন। বুধবার কোচবিহারে বন্ধ রাখা হয়েছিল আউটডোর পরিষেবা। যদিও বৃহস্পতিবার আউটডোর পরিষেবা স্বাভাবিক ছিল।   

 

Check Also

NRS কান্ডের জের, এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ডাক্তারদের ইস্তফা

শিলিগুড়ি,১৪ জুনঃ NRS কান্ডের জেরে  এবার ইস্তফার সিদ্ধান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের।  ইতিমধ্যেই …