Home / খবর / উত্তরবঙ্গ / কালিম্পঙে চলা অনশন আজ আটদিনে পড়ল,অসুস্থ অনশনকারিরা  

কালিম্পঙে চলা অনশন আজ আটদিনে পড়ল,অসুস্থ অনশনকারিরা  

কালিম্পং,১৪জুলাইঃ পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবীতে কালিম্পঙে চলা অনশন আজ আটদিনে পড়ল।জেলাশাসক ডাঃ বিশ্বনাথ,মহকুমা শাসক নির্মলা ঘরমি ও একটি মেডিক্যাল টিম অনশনকারিদের সাথে দেখা করেন।

সূত্রের খবর,জেলাশাসক অসুস্থ অনশনকারিদের হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন।কয়েকজন অনশনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।

4a2f0eae-71d9-4147-b62b-91a9108b0c05 689e294d-8a05-41a8-84a1-9f88644700ac

অন্যদিকে প্রশাসনের তরফে প্রতিদিন অনশনকারিদের কাছে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়।মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে,অনশনকারিদের শরীর খারাপ হচ্ছে।অনশনকারিদের পরিবারকে জানানো হয়েছে কোনরকম সমস্যা হলে তাঁরা যেন অ্যাম্বুলেন্স ডাকেন।      

Check Also

সদ্যজাত শিশু উদ্ধার

ফাঁসিদেওয়া, ৮ এপ্রিলঃ সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে মতিয়া …