ইসলামপুর, ১৩ জুলাইঃ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রের সহযোগিতায় এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস এর ব্যবস্থাপনায় রায়গঞ্জের কুমারডাঙ্গি স্থিত ওরিয়ন এডুটেকের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিনের শিবিরে মোট ৬০ জন রক্ত দান করেন।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রের প্রধান আধিকারিক অসীম মজুমদার, প্রশিক্ষক অর্ক মজুমদার, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনারস ফোরামের সম্পাদক সুব্রত সরকার, পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিএফ এর সম্পাদক গৌতম তান্তিয়া, সভাপতি গোপাল মিত্র, কোষাধ্যক্ষ নিবারণ দেবনাথ সহ অন্যান্য সদস্যরা।