Home / খবর / উত্তরবঙ্গ / পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত ১, জখম ১

পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত ১, জখম ১

মেটেলি,১৩ নভেম্বরঃ মেটেলি ব্লকের চালসার খরিয়ার বন্দর জঙ্গল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় আহত হয়েছেন আরও একজন।মৃতের নাম আবুল হোসেন এবং আহতের নাম গোপী তাঁতী।দুজনেরই বাড়ি বড়োদীঘি চা বাগানে।

জানা গিয়েছে,গতকাল সন্ধ্যায় বাইকে করে চালসা থেকে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন এবং গোপী তাঁতী।এমনসময় খরিয়ার বন্দর জঙ্গল এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির।ঘটনাস্থলেই মৃত্যু হয় আবুল হোসেনের।

অন্যদিকে গোপী তাঁতীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Check Also

দার্জিলিং লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি,৬ এপ্রিলঃ প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করার দাবীতে শিলিগুড়ি মহকুমা শাসকের মাধ্যমে …