Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / পিরামিডের ইতিহাস নিয়ে পুজো মণ্ডপ কোচবিহারে

পিরামিডের ইতিহাস নিয়ে পুজো মণ্ডপ কোচবিহারে

কোচবিহার,১০ অক্টোবরঃ ইতিহাসের পাতায় মিশ্র সভ্যতার পিরামিডের কথা আমরা সবাই পড়েছি।কিন্তু তা চোখের সামনে দেখার সৌভাগ্য আমাদের হয়নি।সেকথা ভেবেই এবারের পুজোয় মিশ্র সভ্যতার পিরামিডের ইতিহাস নিয়ে আসছে কোচবিহার ২ নম্বর ব্লকের রাজাহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টাকাগাছ কিশোরসংঘ পাঠাগার দুর্গা পূজা কমিটি।

জানা গিয়েছে,এবছর ৫৭ তম বর্ষে পা দিতে চলেছে এই ক্লাবের দুর্গা পূজা।তাদের বাজেট রয়েছে ২০ লক্ষ টাকা।প্রতিবছরই দর্শকদের নতুন চমক দেয় এই ক্লাব।এবারও তাদের মণ্ডপ দর্শকদের ভালো লাগবে বলেই আশা ক্লাবের সদস্যদের।

Check Also

শহীদ জওয়ানদের প্রতি শিশুদের শ্রদ্ধাঞ্জলি

শিলিগুড়ি,১৬ ফেব্রুয়ারিঃ পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এবং শহীদ জওয়ানদের আত্মার শান্তির কামনায় ফুলবাড়ি …