Home / খবর / উত্তরবঙ্গ / হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক পরীক্ষা দিল পথ দুর্ঘটনায় জখম ছাত্রী

হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক পরীক্ষা দিল পথ দুর্ঘটনায় জখম ছাত্রী

ইসলামপুর,১৩ ফেব্রুয়ারিঃ গতকাল বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম হয় ইসলামপুরের ধনতলা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী নিজহাত বেগম।তাই বুধবার হাসপাতালের বেডে শুয়েই ইংরেজি পরীক্ষা দিল নিজহাত।এদিন হাসপাতালেই ছাত্রীর পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ।

জানা গেছে,গতকাল বাংলা পরীক্ষা দিয়ে এক আত্মীয়ের মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিল নিজহাত।সেইসময় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পরে তাদের মোটরবাইকটি।ঘটনায় গুরুতর জখম হয় নিজহাত বেগম।স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

Check Also

আসলেন না গুরুং, ফিরে গেলেন মোর্চা কর্মীরা

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ আসলেন না বিমল গুরুং।ফিরে গেলেন মোর্চা কর্মী ও সমর্থকেরা। মোর্চার তরফে দাবী করা …