Home / খবর / উত্তরবঙ্গ / ট্রেনের স্টপেজ তুলে নেওয়ার প্রতিবাদে রেল অবরোধ

ট্রেনের স্টপেজ তুলে নেওয়ার প্রতিবাদে রেল অবরোধ

ইসলামপুর,৪ এপ্রিলঃ একের পর এক ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়ে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন চোপড়া থানার তিন মাইল এলাকার বাসিন্দারা।বৃহস্পতিবার সকালের ঘটনা।

এদিন পদাতিক এক্সপ্রেস সেখানে এসে দাঁড়ালেই সেই ট্রেনটিকে আটকে অবস্থান বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা।

অভিযোগ, ওই স্টেশনে বর্তমানে তেমনভাবে কোনো ট্রেনের স্টপেজই নেই।তিনটি ট্রেনের স্টপেজ ছিল।তা গত তিন বছরে এক এক করে তুলে নেওয়া হয়েছে।বিষয়টি বারবার রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি।তাই এবারে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

যদিও পরবর্তীতে স্টেশন ম্যানেজার লিখিত ভাবে বিষয়টি গুরুত্ত্ব সহকারে খতিয়ে দেখার পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

Check Also

আসবে গুরুং?  বাগডোগরায় মোতায়েন পুলিশ, ভিড় মোর্চা কর্মীদের

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ বৃহস্পতিবার পাহাড়ে আসার সম্ভাবনা রয়েছে বিমল গুরুং এর।সে কারনেই এদিন সকাল থেকে বাগডোগরা …