Home / General / “শিলিগুড়ি টাইমস”- শারদ সম্মান ২০১৭

“শিলিগুড়ি টাইমস”- শারদ সম্মান ২০১৭

শিলিগুড়ি: হাতে গোনা আর কয়েকদিন। পুজো মন্ডপের প্রস্তুতি প্রায় শেষ। নানা ক্লাবের নানা থিম। তাই এবার সেই আয়োজনকে কুর্নিশ জানাবে শিলিগুড়ি টাইমস। এবছর শিলিগুড়ির তিন সেরা পুজোকে সম্মানিত করবে শিলিগুড়ি টাইমস।

ইতিমধ্যেই নানা ক্লাব কর্তৃপক্ষের পুজো প্রস্তুতির ছবি দেখানো হয়েছে। আগামীতেও শিলিগুড়ি নানা পুজো দেখানো হবে। আর এই শারদ সম্মান প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারে আপনাদের ক্লাব কর্তৃপক্ষও। যোগাযোগ করুন ৯৯৩৩৬৬০০২২ এই নম্বরে।

Check Also

২০ সেপ্টেম্বর খুলতে চলেছে ডুয়ার্সের কুমলাই চা বাগান

ডুয়ার্স,১৯ সেপ্টেম্বরঃ অবশেষে খুলতে চলেছে গত তিনবছর ধরে বন্ধ থাকা ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চা …