Breaking News
Home / উত্তরবঙ্গ / বাগদেবীর আরাধনায় মত্ত সারমেয়

বাগদেবীর আরাধনায় মত্ত সারমেয়

বিদ্যা ও জ্ঞানের দেবী মা সরস্বতী।তবে তার আরাধনায় যে শুধুমাত্র মানবজাতি মগ্ন হন এমন কোনও ব্যাপার নেই।এমনই এক চিত্র দেখা গেল লেক গার্ডেন্সের মৈত্র পরিবারে।মৈত্র পরিবারের অন্যতম একজন সদস্য জোজো মৈত্র।মানুষের মতো কথা বা লিখতে পড়তে না জানলেও মানুষের রীতিনীতি সম্বন্ধে সে অনেকটাই অবগত।আর সরস্বতী পুজোর দিনই মিলল তার প্রমান।

এদিন সকাল সকাল স্নান সেরে নতুন পাঞ্জাবী পরে বাগদেবীর আরাধনা করতে হাজির হয়ে যায় জোজো।বাড়ির সবার সাথে একসাথে বসে মাটিতে কপাল ঠেকিয়ে পুষ্পাঞ্জলি দেয় সে।জানা গিয়েছে,বিগত তিনবছর ধরে বাগদেবীর আরাধনা করছে জোজো।তবে তার এই আরাধনায় মা সরস্বতী কতটা সন্তুষ্ট তা ভবিষ্যৎই বলবে।

(ছবি সৌজন্যে,কঙ্কনা মৈত্রর ফেসবুক)

Check Also

হাইকোর্টের রায়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ির বাসিন্দা বীণা সরকার

শিলিগুড়ি,১৪ আগস্টঃ হাইকোর্টের রায়ে বাড়িতে ফিরলেন বীণা সরকার।শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা বীণা সরকার।স্বামী মারা যাওয়ার পর …