কালচিনি,১৮ মেঃ কালচিনি ব্লকের টোলি লাইন থেকে উদ্ধার হল একটি সাড়ে ৯ ফুট লম্বা রক পাইথন।ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে,স্থানীয়রা ওই এলাকায় প্রথমে রক পাইথনটিকে দেখতে পান।এরপর ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে পানা রেঞ্জের বনকর্মীরা।প্রাথমিক চিকিৎসার পর অজগরটিকে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত গোদামডাবরি ২ নম্বর কম্পার্টমেন্টে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে খবর।