Home / খবর / উত্তরবঙ্গ / ইউনিক সোস্যাল ওয়েলফেয়ার সার্ভিস টিমের তরফে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

ইউনিক সোস্যাল ওয়েলফেয়ার সার্ভিস টিমের তরফে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

শিলিগুড়ি,১৫ এপ্রিলঃ বৈশাখী শুভেচ্ছায় ও রাম নবমী উপলক্ষে ইউনিক সোস্যাল ওয়েলফেয়ার সার্ভিস টিমের তরফে রবিবার শিলিগুড়ি বালক সঙ্ঘ ক্লাব অডিটোরিয়ামে একটি শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণের পাশাপাশি দুঃস্থদের হাতে জামা-কাপড় তুলে দেওয়া হয়।

এদিনের শিবিরে প্রায় ১৫০ জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।উপস্থিত ছিলেন ডাঃ গারিমা ও ডাঃ জয়শ্রী জানা।

Check Also

ট্রেনে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির

মাথাভাঙা,১৩ এপ্রিলঃ মাথাভাঙা রেলস্টেশন সংলগ্ন নিউ গোসাইহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের …