শিলিগুড়িতে ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি,৯ ডিসেম্বরঃ এসওজি ও ডিডি’র যৌথ অভিযানে শিলিগুড়িতে উদ্ধার ৫০০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা।ঘটনায় দুজন মহিলা ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।ধৃতরা হল আরসিদা খাতুন, আজমেরি খাতুন ও এমডি আজাদ।সকলেই মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।


জানা গিয়েছে, ধৃতরা ব্রাউন সুগার হাতবদলের জন্য চাঁদমুনি ফোর লেনের কাছে যায়।সেখানে পৌঁছে তিনজনকে আটক করে তল্লাশি চালায় এসওজি এবং ডিডি।উদ্ধার হয় ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা।এরপরই গ্রেফতার করা হয় তিনজনকে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *