Home / খবর / উত্তরবঙ্গ / সেবকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

সেবকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ সেবকের কাছে একটি বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা।যদিও এই ঘটনায় কেউ আহত হননি।
জানা গিয়েছে,শনিবার সকালে একটি বাস কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল।সেইসময় সেবকের কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।ঘটনায় কেউ আহত না হলেও বাসযাত্রীদের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়ায়।
অন্যদিকে ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ট্রাকটি।দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Check Also

ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

নকশালবাড়ি,৬ এপ্রিলঃ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ি থানার অটল চা বাগানের পাকা …