Breaking News
Home / উত্তরবঙ্গ / সিনেমা জগতে সোনালি যুগের অবসান,প্রয়াত শশী কাপুর

সিনেমা জগতে সোনালি যুগের অবসান,প্রয়াত শশী কাপুর

চলে গেলেন প্রবীণ অভিনেতা শশী কাপুর।বহুদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।গতকাল সন্ধ্যায় সেই কিডনির সমস্যার কাছেই হার মানতে হল তাঁকে।৭৯ বছর বয়সে চলে যেতে হল শশী কাপুরকে।রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে।বিকেল সাড়ে ৫টা নাগাদ সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পৃথ্বীরাজ কাপুরের তৃতীয় সন্তান শশী কাপুরের আসল নাম ছিল বলবীর রাজ   কাপুর।‘দিওয়ার’,  ‘সুহাগ’, ‘ত্রিশূল’, ‘কভি কভি’, ‘নমক হালাল’ তাঁর বেশকয়েকটি উল্লেখযোগ্য ছবি।বাণিজ্যিক, বিনোদনমূলক ছবির বাইরেও, শশী কাপুরের লক্ষ্য ছিল ভাল সিনেমা তৈরি করা।

জনপ্রিয় অভিনেতার প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।এছাড়াও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছে গোটা বলিউড।

Check Also

বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ইসলামপুর,১৮ সেপ্টেম্বরঃ বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে ইসলামপুর দ্বারিভিটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ইসলামপুর …