Home / উত্তরবঙ্গ / মাটিগাড়ায় শপিং মলে ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্র

মাটিগাড়ায় শপিং মলে ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্র

শিলিগুড়ি:‌ শিলিগুড়ির মাটিগাড়ায় থাকা নামী একটি শপিং মলে ম্যাসাজ পার্লারের আড়ালে চলছিল মধুচক্র। দু’‌জনকে গ্রেপ্তার করলো মাটিগাড়ার থানার পুলিস। ধৃতদের নাম রমিত কুমার ও অঞ্জু ছেত্রী। ধৃত যুবতীর বাড়ি দার্জিলিঙে বলে পুলিস জানিয়েছে। অন্যদিকে রমিত কুমার সুকনায় কর্মরত বলে জানা গেছে। প্রসঙ্গত এর আগেও সেখানে বেশকিছু ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে পুলিস হাতনাতে মধুচক্রের আসর থেকে বেশকয়েকজনকে গ্রেপ্তার করেছে। 

Check Also

খড়িবাড়ি হাইস্কুলে মকড্রিলের আয়োজন

খড়িবাড়ি,১০ অক্টোবরঃ বুধবার খড়িবাড়ি হাইস্কুলে মকড্রিলের আয়োজন করা হল।আপাতকালীন অবস্থায় কিভাবে বাঁচতে হবে এবং কিভাবে …