Home / উত্তরবঙ্গ / শিলিগুড়িতে পৃথক দুটি পথ দুর্ঘটনায় জখম ২

শিলিগুড়িতে পৃথক দুটি পথ দুর্ঘটনায় জখম ২

শিলিগুড়ি,১৩ মার্চঃ সোমবার গভীর রাতে শিলিগুড়িতে দুটি পৃথক পথ দুর্ঘটনায় জখম হল দুজন।প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মাটিগাড়া এলাকায়।ঘটনায় জখম হয় মহম্মদ নাসিম নামে এক যুবক।নকশালবাড়ির বাসিন্দা মহম্মদ নাসিম।জানা গিয়েছে,নাসিম তা বন্ধুর সাথে বাইকে করে মাটিগাড়ার দিকে আসছিল।সেইসময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বাইপাস এলাকায়।একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়।ঘটনায় জখম হয় বাইক চালক।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান।

Check Also

মেডিক্যালের সুপারের সাথে দেখা করল জাতীয় মানবধিকার কমিশন

ইসলামপুর,১২ অক্টোবরঃ ইসলামপুর গুলিকান্ড ঘটনার তদন্তে দিল্লী থেকে আসা জাতীয় মানবধিকার কমিশনের টিমের সদস্যরা দেখা …