Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / গায়েব দুটি চোখ, শিলিগুড়িতে উদ্ধার ব্যক্তির দেহ

গায়েব দুটি চোখ, শিলিগুড়িতে উদ্ধার ব্যক্তির দেহ

শিলিগুড়ি,১৩ নভেম্বরঃ গায়েব রয়েছে দুটি চোখ।এছাড়াও খোবলানো অবস্থায় রয়েছে নাক ও মুখ।এমনই অবস্থায় শিলিগুড়ির জলপাইমোড়ের একটি কাঠ চেরাই মিল  থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ।নাম জগদীশ রায়।বাড়ি মাটিগাড়া থানা এলাকায়।বেশকিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি।

মঙ্গলবার সকালে ওই কাঠ চেরাই মিলের এক কর্মী মৃতদেহটিকে প্রথমে দেখতে পান।এরপর ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি থানার আইসি দেবাশিষ বসু এবং খালপাড়া ফাঁড়ির ওসি সুবল ঘোষ।মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।তবে মৃতের শরীরের অন্য কোনও জায়গায় কোনোরকম আঘাতের চিহ্ন নেই বলে জানা গিয়েছে।  

এদিকে স্থানীয়দের অভিযোগ,এই মিলটিতে প্রচুর অসামাজিক কাজকর্ম হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Check Also

পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ

খড়িবাড়ি,১৫ ফেব্রুয়ারিঃ ১৯ নম্বর ব্যাটালিয়নের সমগ্র কর্মী এবং এসএসবির পরিবারের পক্ষ থেকে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় …