Breaking News
Home / উত্তরবঙ্গ / শিলিগুড়িতে গ্রেপ্তার ৫ ড্রাগস কারবারি

শিলিগুড়িতে গ্রেপ্তার ৫ ড্রাগস কারবারি

শিলিগুড়ি,১০ অক্টোবরঃ শিলিগুড়ি শহরজুড়ে ড্রাগসের রমরমা কারবার।পাঁচজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম রাজেশ গুপ্তা,মহম্মদ আফজল।তারা দেবীডাঙ্গার বাসিন্দা।

এছাড়াও প্রীতম গুরু ওরফে পিটার,নিরীক্ষণ কৃষি সুব্বা ও অর্জুন শর্মা আরও তিনজনকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।ধৃতরা বহুদিন ধরেই এই ড্রাগস পাচারের কাজ করে আসছিল বলে জানা গিয়েছে।

ধৃতদের কাছ থেকে ২৪০ বোতল কাফ সিরাপ,২৮০ পাতা নেশার ট্যাবলেটও উদ্ধার করেছে পুলিশ।বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Check Also

অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের তরফে শিলিগুড়িতে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ১৮ জানুয়ারিঃ আগামী ১৯ এবং ২০ জানুয়ারি অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের তরফে শিলিগুড়িতে …