শিলিগুড়ি,১১ সেপ্টেম্বর,সঞ্জয় মালাকারঃ কাউন্সিলর ও তার বাবার ওপরে দুষ্কৃতীদের হামলার ঘটনার প্রতিবাদে বুধবার ৫নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের আয়োজন করল দার্জিলিং জেলা তৃণমূল।এদিন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।কালো ব্যাচ পড়ে মিছিলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
প্রসঙ্গত,গত রবিবার দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে নিজের ওয়ার্ডেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কাউন্সিলর দুর্গা সিং ও তার বাবা।ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব।নিন্দায় সরব হন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।