শিশু দিবস উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে টয়ট্রেন যাত্রার আয়োজন

শিলিগুড়ি,১৪ নভেম্বরঃ  শিশু দিবস উপলক্ষে অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে বিশেষ টয়ট্রেন যাত্রার আয়োজন করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।


এদিন সকাল থেকেই শিলিগুড়ি জংশনে ছিল উৎসবের আবহ।রঙিন বেলুনে সাজিয়ে তোলা হয়েছিল প্ল্যাটর্ফম। অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের সঙ্গে এই বিশেষ যাত্রায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এর কনভেনার রাজ বসু এবং ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী সহ বিশিষ্ট অতিথিরা। জংশন থেকে রংটং পর্যন্ত এই যাত্রা হয়।

শিশু দিবস উপলক্ষে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।১৫ নভেম্বর শুকনা স্টেশনে অনুষ্ঠিত হবে স্টেশন মহোৎসব।পাশাপাশি মহাত্মা গান্ধীর দার্জিলিং সফরের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হবে শতাব্দী মার্চের রংটং-শুকনা পর্ব।রংটং-এর শিশুদের জন্য টয়ট্রেন ভ্রমণের আয়োজন করা হবে।


এই বিষয়ে ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এই যাত্রা আয়োজন আমাদের কাছে গর্বের। প্রতিটি শিশুর হাসিই আমাদের প্রকৃত পুরস্কার।

অন্যদিকে ইউনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শক্তি পাল জানান, এই শিশুদের অধিকাংশই আগে কখনও টয় ট্রেনে ওঠেনি। আজ তাদের আনন্দই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *