Breaking News
Home / উত্তরবঙ্গ / শহরে মধুচক্র,গ্রেফতার ৯

শহরে মধুচক্র,গ্রেফতার ৯

শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে মধুচক্রের অভিযোগে চার যুবতি ও চার যুবক সহ হোটেল ম্যানেজারকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,প্রধাননগর থানা এলাকার ওই হোটেলে মধুচক্রের আসর বসানো হয়েছিল।উদ্ধার হওয়া তিনজন যুবতি সিকিম এবং অন্য একজন কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।অন্যদিকে দুজন যুবক সিকিম ও বাকিরা নদীয়ার বাসিন্দা বলে খবর রয়েছে।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।   

Check Also

বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ইসলামপুর,১৮ সেপ্টেম্বরঃ বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে ইসলামপুর দ্বারিভিটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ইসলামপুর …